অপসংস্কৃতি রোধ ও সুস্থ সংস্কৃতির চর্চা

 


✔ভূমিকাঃ

সংকৃতি কি?

ইংরেজি Culture আরবী 'সাকাফা


✔ইসলামী সংস্কৃতি গুরুত্বঃ 

-রাসুল হাসসান বিন সাবিতকে সাথে রাখতেন

-গায়ক পাঠিয়েছ কি (হাদিস)

-অন্যান্য সংস্কৃতির সাথে এর তুলনা

-শিশু শিল্পীদের জন্য কথা

-পরিচালনা পরিষদ ও তরুণদের করণীয়

-অভিভাবকদের জন্য অনুরোধ


✔সংস্কৃতির স্বরূপঃ

রাসুলুল্লাহ সাঃ এর যুগের জাহেলি সংকৃতির একটি রূপ বর্তমান অপসংস্কৃতি 

- The Message মুভিতে অাবু সুফিয়ানকে দেখে কবির কবিতা রচনা

-কুরআনের মত করে কবিতা রচনা করতে চেয়েছিল (ওন নিসা ইজাতিল)

-উমাইয়াদের পরাজয়ের কারন অপসংস্কৃতি 

-স্পেনের কর্ডোভা, গ্রানাডা, আল হামারা প্রাসাদ হারানোর কারন ছিল ভোগ বিলাসীতা

-অটোমান সম্রাজ্যের পতনের কারনও একই

-মুঘল সম্রাজ্যের আওরঙ্গজেব ছাড়া সবাই ছিল বিলাসী আর অপসংস্কৃতিতে ডুবে

-১৯৪৭ সালে উপমহাদেশের দেশ ভাগের একটি ইস্যু ছিল সাংস্কৃতিক আগ্রাসন


✔বর্তমান সময়ে সাংস্কৃতিক আগ্রাসনঃ

-১৯০১ সালে প্রতিষ্ঠিত শান্তি নিকেতন ও তার কর্মীরা এখনো সকাল শুরু করে রবীন্দ্র সংগীত দিয়ে

-১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানটের কাছে সংস্কৃতি চর্চা মনে পহেলা বৈশাখে লাল পাড়ি সাদা শাড়ি পড়া, মুখে উল্কি আঁকা, পান্তা-ইলিশ খাওয়া, রমনার বটমূলে বসে রবীন্দ্র সংগীত পরিবেশন।

(হায়দারঃ স্বাধীনতা কি বৈশাখ এলে পান্তা)

একটা বিশাল বিল্ডিং তাদের কেন্দ্রীয় অফিস।

অথচ কোন লাভ ছাড়া আমরা কিছু করতে চাই না। ইসলামী ব্যাংকের অর্থায়নে মল্লিক ভাইয়ের অনুষ্ঠান 

-গত এক যুগে এই আগ্রাসন বেড়েছে বহুগুনঃ

এক সময় বিটিভির ছায়ছন্দ প্রচার নিয়ে নীতি নির্ধারকদের সীদ্ধান্তহীনতা।

আর এখন এটিএন বাংলা হলিউডের বিশ্ব সুন্দরী অনুষ্ঠান লাইভ করা।

-হিন্দি কার্টুন, হিন্দি সিরিয়াল, তুর্কি সিরিয়াল, হলিউড (মা আব্বারে ছাড়তে পারে)


সুস্থ সংস্কৃতি চর্চা যাদের অবদান ছিলঃ

-মতিউর রহমান মল্লিক ভাইয়ের অবদান

-আবদুল মান্নান তালিব ভাইয়ের বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা

-সিদ্দিক জামাল ভাইয়ের সারা দেশে শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠায় অবদান

-শেখ মিঠুন ভাইয়ের অবদান

-বর্তমানে অনেকের অবদান রয়েছে


আমাদের করণীয়ঃ

-ব্যক্তিগত ও সামষ্টিক ভাবে এই কাজে সবাইকে উদ্বুদ্ধ করা

-রাসুলের পাশে থাকতেন কবি হাসসান বিন সাবিত রাঃ

-জান্নাতের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নেতৃত্ব দিবেন হাসসান বিন সাবিত 

আর জাহান্নামে জাহেলি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নেতৃত্ব দিবেন ইমরুল কায়েস (কখনো পদ্য ছাড়া কথা বলেন নাই)

মল্লিক ভাই ও সাইফুল্লাহ মানসুর ভাইকে নিয়ে আসা

-মৌলিক জ্ঞানার্জন (কুরআন, হাদিস, সাহিত্য, ইসলামী সংস্কৃতি সম্পর্কে গবেষণা) 

-মানোন্নয়ন 

-নৈতিকতার বিষয়ে সচেতনতা 

-ইসলামের প্রাথমিক দাবি মানা

-নিজের সর্বস্ব দিয়ে কাজ করা (মল্লিক ভাইয়ের তেমন কিছুই নেই)

-পাশ্চাত্যের সাইন্স টেকনোলজি ব্যবহারের নামে তাদের সংস্কৃতিকে ব্যবহার করা (বিজ্ঞান কারো নিজেদের সম্পত্তি নয়)


Post a Comment

0 Comments

Close Menu