শপথের আলোকে রুকনিয়াত

 


 ✔রুকনের পরিচয়ঃ

ইসলামকে সঠিকভাবে প্রেজেন্ট করাই রুকনদের দায়িত্ব ও কর্তব্য। যা গঠনতন্ত্রের ৯নং ধারায় উল্লেখ আছে:


১. ইসলাম সম্পর্কে জ্ঞানর্জন করা যাতে ইসলাম ও জাহেলিয়াতের মধ্যে পার্থক্য করতে পারেন এবং আল্লাহর নির্ধারিত সীমা সম্পর্কে জ্ঞাত থাকবেন।

২. আল্লাহর একনিষ্ঠ দাস হবেন। নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে বরং আল্লাহর ইচ্ছাকেই শিরোধার্য হিসেবে গ্রহণ করবেন।

৩. আল্লাহর কিতাব ও রাসূল সা.-এর সুন্নাহর বিপরীত সকল প্রকার জাহেলি নিয়ম কানুন থেকে পবিত্র থাকবেন। শরিয়তের বিধান ভালোভাবে মেনে চলবেন।

৪. হিংসা বিদ্বেষ, ঝগড়া, দ্বীন ইসলামে গুরুত্ব নেই এমন বিষয়ে মশগুল থাকবেন না।

৫. ফাসিক ও আল্লাহ বিমুখ লোকদের সাথে দাওয়াতের প্রয়োজন ছাড়া সকল প্রকার বন্ধুত্ব পরিহার করবেন।

৬. নিজের সকল কাজ কর্ম আল্লাহভীতি ও ইনসাফের সাথে করবেন।

৭. নিজ পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতিজনের মাঝে ইসলামের বাস্তব সাক্ষ্য উপস্থাপন করবেন।

৮. দ্বীন ইসলামকে কায়েম করার উদ্দেশ্যকে সামনে রেখেই নিজের সমস্ত কর্মতৎপরতা পরিচালনা করবেন।


✔মহিলা রুকনদের দায়িত্ব ও কর্তব্যঃ

১. নিজ পরিবার, মাহরাম, পরিচিত ও অপরিচিত সকল নারীর কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেবেন।

২. নিজ সন্তানদের বিশেষ তদারকির মাধ্যমে তাদের ইসলামী অনুসারী বানাবেন।

৩. স্বামী, পুত্র, পিতা ও ভাই যদি আন্দোলনের সাথে যুক্ত থাকেন তবে তাদের সাহসী ও আশাবাদী করে তুলবেন। বিপদে পড়লে তাদের জন্য ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করবেন।

৪. স্বামী, পুত্র, পিতা ও ভাইদের মধ্যে কেউ যদি জাহেলিয়াতের মধ্যে নিমজ্জিত থাকে তবে আন্তরিকতার সাথে, আখিরাতের ভয় দেখিয়ে পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাবেন। 

বিশেষভাবে স্বামী যদি আল্লাহর নাফরমানীমূলক কোনো আদেশ দেয় তবে তা মানতে অস্বীকার করবেন।


রুকনিয়াতের আসল চেতনাঃ

রুকনিয়াতের আসল চেতনার অভাবেই রুকনিয়াতের মান কমে যায়।

আসল চেতনা ৫ টিঃ

• দ্বীনি যিন্দেগী তরক্কীর পথে রুকনিয়াতের স্থান কোথায়। 

• মান কমার মূল কারণ সম্পর্কে সতর্কতা।

• আল্লাহর বাছাই ও ছাটাই নীতি সম্পর্কে সাবধানতা।

• জনগণের নিকট সত্যের সাক্ষ্য বহনের দায়িত্ব। 

• আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধির ধান্দা।


শপথের সংগাঃ

আরবী শব্দ বাইয়াত > বাইয়ুন 

বাংলায় কিনা-বেচা, To Sell

দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে দৃঢ় অঙ্গিকার বা সিদ্ধান্ত নেয়া হয়, তাকে বাইয়াত বা শপথ বলে।

-শপথ আমাদের কয়েক ধাপে হয়েছে

-শপথের সাথে দুনিয়ায় সম্পর্কও রয়েছে


শপথের গুরত্বঃ

-আল্লাহর কাছে শপথ খুব দামী বিষয়

-নবীদের শপথ (ওইয আখাজাল্লাহু)

-১৪০০ সাহাবীর শপথ (লাকাদ রাদিয়াল্লাহু.....)

-এমনকি কাফেরদের শপথ (ই ইয়ামসাসকুম....)

-এক সাহাবীর শপথের উপর কুরআনের আয়াত নাযিল: আনাস বিন নযর রা. (মিনাল মুমিনিনা রিজালুন...) (আহযাবঃ ২৩)

-রাসুল সাঃ সাহাবীদের তাই শপথবদ্ধ করতেন

(আকাবার ১স ও ২য় শপথ ও বাইয়াতে রিদওয়ান)

-শপথ বা দৃঢ় সিদ্ধান্ত মুমিনদের বিজয় এনে দিয়েছে: সাদ ইবনে আবি ওয়াঃ (দাস্ত তো দাস্ত হায়)

-সাইয়েদ বেরলভীর কাছে দুই হারামাইনের ইমামের শপথ নিয়েছিল (কারবালাতে ঈমাম হোসেন)

-তারিক বিন জিয়াদের স্পেন বিজয়ের শপথ (আইয়ুহাল ইখওয়ান! আল বাহারু মিও ওরা ইকুম, ওল আদুল্লু মিন আমামাকুম ফা ইনাল মাফার)

-শপথ আসাদের প্রেরণার নাম (শপথ নিয়েছি খোদার পথে......জীবন প্রভাত বেলায় যে শপথ)


শপথের দাবীঃ

১. জান্নাত লাভ করা মাধ্যম হিসেবে (ইন্নাল্লাহাস তারা, আম হাসিবতুম) (আলে ইমরান: ১৪২)

২. শপথ নিতে হবে সারা জীবনের জন্য (নাহানুল্লাযি বাইয়ায়ু...) 

২. সব ফরজের বড় ফরজের সাথে সম্পৃক্ত হতে (নামাজ, রোযা, হজ্জের চেয়ে বড়)

(সব ছাড়া যাবে ঈমান আর জিহাদ ছাড়া যাবে না)

৩. রবের সন্তুষ্টি পেতে (লাকাদ রাদিআল্লাহু)

-আল্লাহর হাতে হাতে (ইন্নাল্লাযিনা ইউ বাইয়ু)

৪. জীবন মারণ আল্লাহর কাছে সঁপে দিতে

-ইন্নাস সালাতি ও নুসুকি

-আমি তো আমায় সঁপে দিয়েছি

-শপথ নিয়েছি খোদারই পথে প্রাণ

৫. জাহেলিয়াত থেকে সম্পর্ক ছিন্ন করতে

-ইন্নি ওজ্জাহাতু 

-হাসনাহেনার ঘ্রানে ভোলে না হৃদয় তার

-সাইয়েদ কুতুবের শাহাদাৎ

-আছে যার আলোকেরও সম্ভার

৬. ইসলামের প্রাথমিক দাবি মেনে চলতে

-ফরজ, ওয়াজিব, হালাল, হারাম

-পর্দা (পরিবারে, ক্লাসে, মোবাইলে, টিউশনি)

-ব্যক্তিত্ব, মোয়ামেলাত, পড়াশুনা, বাগ্মিতা

-জামায়াত একমাত্র ১০০% মাদকমুক্ত সংগঠন

-হাজরো মানুষ এই সংগঠন সে এসে কুরআন শিখেছে

-এক ওয়াক্ত নামাজ কাযাও মানোন্নয়নের অন্তরায়

৭. দ্বীনকে জীবনের উদ্দেশ্যে পরিণত করতে

-পৃথিবীর হাজারো কাজের ভীড়ে

-মায়ের আদর বোনের হাসি

-কত ব্যাথা গোপনে রেখে

-জীবনের সব স্বপ্নকে ওয়া

-আমিতো জানি পথ পথের দূরত্ব

-যার কাছে প্রিয় বেশি জীবন জগৎ

-একজন মুজাহিদ জীবনের

-মাওলানা>এই হচ্ছে ঐসব সাহসীদের পথ

-দ্বীনকো আপনা আহল বানাও


শপথ ভঙ্গের পরিণামঃ

১. জাহেলিয়াতের মৃত্যু

-মাম মাতা ও লাইসা ফি উনুকিহি

-বাইয়াতে অর্থ হলো...যদি তুমি বাইয়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন

২. উদ্দেশ্যহীন অবহেলায় জীবন কাটে 

-Tomorrow and tomorrow 

-Out out brief candle, life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage and then is heard no more

-ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম

-Death keeps no calendar 

-ও ইযা জায়া আজালুহা লা ইয়াস তা খিরুনা

৩. দুনিয়ার ভোগ বিলাস জীবনের লক্ষ্যে পরিণত হয়

-দিবসের দিক জুড়ে চাকরির দায়

-ধন ও মান আর সম্পদ জুড়ে স্বপ্নগুলো

-আল হাকুমুত তাকাছুর

-লান তারাকু মিন জান্নাতিন ও উইয়ুন

৪. পরিণাম হিসেবে রয়েছে কঠিন শাস্তি

-হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজি

-ইল্লা তানফিরুহু ওইয়ু আজ্জিবুকুম 

-ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাল্লু ইয আখরাজা হুল্লাযিনা কাফারু


Post a Comment

0 Comments

Close Menu