বইনোটঃ ভবিষ্যতের সভ্যতায় ইসলাম

 


Islam The Modern Civilization
-লেখকঃ ড. ইউসুফ আল কারযাভী


আলোচকঃ শাহ আবদুল হান্নান


প্রত্যেক সভ্যতা দুটি অংশ রয়েছেঃ
১. Body বা দেহ
২. Soul বা আত্মা


➤দেহ হলো রাস্তা-ঘাট, ব্রীজ, সড়ক-মহাসড়ক, অট্টালিকা, তথ্য-প্রযুক্তি।
⇨এদিক থেকে পাশ্চিমারা বেশি এগিয়ে


➤আত্মা হলো ঐ সভ্যতার নৈতিকতা, ধ্যান ধারণা, চিন্তা, morality, values, thought
⇨এক্ষেত্রে পাশ্চাত্য নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।


✔এর প্রথম কারণ হলো স্রষ্টা সম্পর্কে অস্পষ্ট ধারণা।
তাদের মাঝে আছে নাস্তিক, কিছু সন্দেহবাদী এবং কিছু ধর্মপ্রাণ খ্রিস্টান, কিছু মুসলিম, কিছু ইহুদি।


✔আর দ্বিতীয় কারণ হলো বস্তুবাদী জীবন পদ্ধতি
এর মানে ভোগ করা, আরাম-আয়েশ, বেড়ানো, একাধিক নারী বা পুরুষ সঙ্গ।


✔তৃতীয় কারণ হলো সেকুলারিজম বা ধর্ম বর্জনবাদ
অর্থাৎ শিক্ষাব্যবস্থা থেকে, রাষ্ট্র থেকে ধর্মকে বাদ দেয়া হয়, নিষিদ্ধ করা হয় না।


✔চতুর্থ কারণ হলো আল্লাহর দেয়া ফিতরাতে সাথে লড়াই করা।
অর্থাৎ প্রত্যেকের জন্য তার সঙ্গী বা সঙ্গীনিকে সৃষ্টি করা হয়েছে, তা ভুলে গিয়ে ফ্যামিলি সিস্টেম ভেঙে সমকামীতাকে বৈধতা দেয়া।


☞যার ফলে তারা দিশেহারা, অস্থির হয়ে গেছে। একাকীত্ব, মানসিক রোগ, মদকতা আর আত্মহত্যার পথে বেঁচে নিচ্ছে এবং অস্ত্রের ব্যবহার বেড়ে গেছে।


➤সবমিলিয়ে আমরা বলতে পারি পাশ্চাত্য সভ্যতার আত্মার পাচন ধরেছে।
➤ফলে আমাদের প্রয়োজন অন্য কোন সভ্যতার দিকে নজর দেয়া।
➤এর জন্য মার্কসবাদ বা খ্রিস্টবাদ কোন ভারসাম্যপূর্ণ সমাধান নয়।


অতএব এক্ষেত্রে ইসলামই একমাত্র সমাধান
কারণঃ

১. ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা।
২. এখানে বিজ্ঞান ও বিশ্বাসের সমন্বয় রয়েছে।
৩. রয়েছে সার্বজনীন ভ্রাতৃত্ব।
৪. সকল মানুষের একাত্বের ধারণা।
৫. তাজকিয়া ও উন্নতির ক্ষেত্রে গুরুত্বারোপ।
৬. ইসলাম সহানুভুতি ও ন্যায়বিচার চায়।
৭. ইসলাম পরামর্শকে গুরত্ব দিয়েছে।


মানব জীবনের মূল উদ্দেশ্যঃ
১. একমাত্র আল্লাহর ইবাদত করা।
২. পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে কাজ করা।
৩. পৃথিবীকে যথাযথভাবে গড়ে তোলা।
৪. খ্রিস্টানদের ক্রুসেডিয় চিন্তা, ইসলামোফোবিয়া, জায়োনিস্টদের চক্রান্ত সম্পর্কে সচেতন থাকা।
৫. মুসলমানদের দূর্বলতাগুলো দূর করা ও  পূণর্জাগরণে আস্থা রাখা।

 

Post a Comment

0 Comments

Close Menu